জামিন মেলেনি সালমান খানের

জামিন মেলেনি বলিউড স্টার সালমান খানের। ফলে জেলেই থাকতে হবে ৫২ বছর বয়সি এই অভিনেতার। । তার জামিন আবেদন শনিবার পর্যন্ত স্থগিত করেছে দেশটির আদালত।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সালমান খানের জামিনের আবেদনের শুনানি শুরু হয়। সালমানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শেরার সঙ্গে আদালতে হাজির হন তার দুই বোন আলভিরা এবং অর্পিতা।

কিন্তু, শুনানি শুরু হওয়ার পর পরই চাঞ্চল্যকর অভিযোগ করলেন সালমান খানের আইনজীবী মহেশ ভোরা।

তিনি অভিযোগ করেন, সালমান খানের জামিনের আবেদনের শুনানির সময় যাতে তিনি হাজির না হন, তার জন্য হুমকি দেয়া হয় তাকে। পাশাপাশি মহেশ ভোরাকে হুমকি দিয়ে এসএমএসও পাঠানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে সালমান খানের নিরাপত্তার জন্য যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর ব্যারাক মুড়ে ফেলা হয়। বৃহস্পতিবার রাতে সালমান খানের সঙ্গী ছিলেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। সালমান জেলের ১০৬ নম্বর কয়েদি হিসেবে রয়েছেন।

আরএম/