জার্মানিতে মহামারি ছড়িয়ে পড়ার শুরু থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ২০ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) এ তথ্য জানায়। খবর এএফপি’র।
সংস্থাটি আরো জানায়, ইউরোপের সবচেয়ে জনবহুল এ দেশে এক দিনে নতুন করে আরো ২২ হাজার ৩৬৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৯৫৮ জনে দাঁড়ালো।
তারা জানায়, ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ১ হাজার ১১৩ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৪ হাজার ৯৯৪ জনে দাঁড়ালো।