জার্মানির পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ছাদে শনিবার একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশুর মা রয়েছেন। দমকলকর্মীরা একথা জানায়। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশ জানায়, নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নগরী ওয়েসালে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
বাড়িটির ছাদে তৈরী করা একটি অ্যাপার্টমেন্টে ছোট আকারের এ বিমান বিধ্বস্ত হয়। এতে সেখানে আগুন ধরে যায়। অ্যাপার্টমেন্টটিতে এক নারী ও তার দুই বছর বয়সী এক শিশু বসবাস করে।
দমকলকর্মীরা জানায়, এ ঘটনায় শিশুটির মাসহ বিমানে থাকা দুই আরোহী প্রাণ হারায়।
শিশুটি সামান্য আহত হয়েছে।