জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩৯১ জনে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৪৩৪ জন। সোমবার এ সংখ্যা নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা।
চলমান লকডাউন আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা উল্লেখ করে, আসন্ন ইস্টার ছুটির দিনে জনসমাগম বা বাইরে বের না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। সূত্র-ইউএনবি
আজকের বাজার/ শারমিন আক্তার