জার্মানির পশ্চিমাঞ্চলীয় হ্যানাউ শহরে বুধবার রাতে দুটি শিশা বারে বন্দুকধারীদের গুলিতে আটজন নিহত হয়েছে।
স্থানীয় সময় রাত ১০টার দিকে বন্দুকধারীদের নির্বিচার হামলায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে।
পুলিশ বলছে, হামলার দুটি ঘটনাতেই সন্দেহভাজন হামলাকারীরা পালিয়ে গেছে। তবে দুটি হামলার জন্য একই হামলাকারীদের সন্দেহ করা হচ্ছে।
প্রথম ঘটনাটি ঘটে শহরের কেন্দ্রস্থলের একটি শিশা বারে এবং দ্বিতীয় ঘটনাটি শহর কাছাকাছি (উপশহর) এলাকায় অপর একটি বারে ঘটে।
একটি আঞ্চলিক প্রচার মাধ্যম বলছে, হামলাকারীরা শহরের কেন্দ্রস্থলের শিশা বারটিতে গুলি চালিয়ে তিনজনে হত্যার কয়েকঘণ্টার মধ্যে উপশহরের ‘অ্যারেনা বার অ্যান্ড ক্যাফে’ নামের অপর একটি বারে হামলা চালিয়ে আরও পাঁচজনকে হত্যা করে।
আজকের বাজার/এমএইচ