জার্মানি থেকে কাতালান নেতা কার্লেস পুজদেমন আটক

জার্মানি থেকে কাতালান নেতা কার্লেস পুজদেমনকে আটক করা হয়েছে।স্পেন আদালতের জারি করা ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাকে আটক করে জার্মান পুলিশ।

রবিবার পুজদেমনের আইনজীবী টুইটবার্তায় জানান, ডেনমার্ক থেকে বেলজিয়ামে যাওয়ার পথে আটক করা হয় পুজদেমনকে। গেলো বৃহস্পতিবার পর্যন্ত ফিনল্যান্ড সফরে ছিলেন তিনি।

গেলো বছর অক্টোবরে স্পেন থেকে আলাদা হওয়ার ঘোষণা দেয় কাতালোনিয়ার পার্লামেন্ট। তারপর থেকেই রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেপ্তার এড়াতে বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন পুজদেমন। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ প্রমাণিত হলে স্পেনে কার্লেস পুজদেমনের ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

আজকের বাজার/আরজেড