জার্মানীর দুটি শিশা বারে সন্ত্রাসীদের পৃথক গুলি হামলায় আট জন নিহত হয়েছে। পুলিশ ও গণমাধ্যম এ কথা জানায়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাতে ফ্রাঙ্কফুর্টের ২০ কিলোমিটার(১২ মাইল)দূরের শহর হানাওয়ের দুটি বার লক্ষ্য করে একাধিকবার গুলি হামলা চালানো হয়। পুলিশ সেখানে বন্দুকধারিদের খোঁজে ব্যাপক অভিযান চালাচ্ছে। পুলিশ সূত্র ও গণমাধ্যমের খবরে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে শহরের কেন্দ্রস্থলের‘মিডনাইট’বারে আনুমানিক স্থানীয় সময় রাত ১০ টায় (গ্রিনিচ মান সময় ২১০০টায়)। স্থানীয় গণমাধ্যম জানায়,প্রত্যক্ষদর্শীরা এ সময় বেশ কটি গুলির শব্দ শুনতে পেয়েছে।
দুটি হামলার জন্যই একই হামলাকারীদের সন্দেহ করা হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী অথবা হামলাকারীরা প্রথম হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে যায়। পরে তারা‘অ্যারেনা বারে’দ্বিতীয় হামলা চালায়। গণমাধ্যমের খবর অনুযায়ী, সন্ত্রাসীরা প্রথম বারটিতে হামলা চালিয়ে ৩ জনকে ও পরবর্তী হামলায় ৫ জনকে হত্যা করে। এসব হামলায় আরো অন্তত পাঁচ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান