জার্মান ট্যুরিজম জায়ান্ট টিইউআই তাদের যাত্রীবাহী প্রমোদতরীর প্রায় ৩ হাজার ক্রুকে জাহাজে কোয়ারেন্টাইনে রেখেছে। একজন ক্রু’র করোনা টেস্ট পজিটিভ হওয়ার পরে এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি শুক্রবার এ কথা জানায়।
হালকা ফ্লুর লক্ষণ দেখা দেয়ায় “মিইন স্কিফ -৩” এর ১৫ ক্রু’র করোনা টেস্টে একজনের পজেটিভ পাওয়া যায়।
টিইউআই এক বিবৃতিতে বলেছে, ২ হাজার ৮৯৯ জন ক্রুকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জার্মানির কুক্সহেভেনে নর্থ সি উপকূলে কোম্পানির নিজস্ব বন্দরে নিজ জাহাজে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। এতে বলা হয়, জাহাজে কোন যাত্রী নেই।
কোভিড ১৯ এর প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় টিইউআই সরকারের কাছে ১৮০ কোটি ইউরো সহযোগিতা চেয়েছে।