জালমুদ্রা তৈরির সরঞ্জাম-সাপের বিষসহ আটক ১০

এপ্রিল ১৮, ২০১৭: আজকের বাজার রিপোর্টঃ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জালমুদ্রা তৈরির সরঞ্জাম ও সাপের বিষসহ ১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান জানান, আটক ১০ জনের মধ্যে ৫ জনের কাছে জাল টাকা তৈরির সরঞ্জাম এবং বাকিদের কাছ থেকে ১২ পাউন্ড সাপের বিষ পাওয়া গেছে।