পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে জাল নোট চক্রের অপতৎপরতা প্রতিরোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিজ্ঞাপন প্রচারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার ১১ জুন থেকে ২২ জুন পর্যন্ত এই প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন উৎসবকে সামনে রেখে বিভিন্ন মার্কেট, শপিং মল এবং দোকানে জাল নোট ছড়ায় সংঘবদ্ধ চক্র। তাই ব্যাংকের সব শাখা এবং দেশের গুরুত্বপূর্ণ ৫৬টি স্থানে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট সংবলিত ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী বগুড়া জেলাসহ অন্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে বা রাস্তার মোড়ে একই ভিডিও প্রচার করা হবে। সেই লক্ষ্যে প্রতিটি ব্যাংককে দুই বার করে ভিডিও প্রচারের সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের শাখায় গ্রাহকদের বিনোদনে স্থাপিত টিভিতে ভিডিওটি দেখাতে হবে।
এছাড়া গ্রাহকের সঙ্গে অর্থ লেনদেন ও এটিএম বুথে টাকা ফিডিং করার সময় জাল নোট শনাক্তকরণ মেশিন দিয়ে নোট পরীক্ষা করতে হবে।
আজকের বাজার: আরআর/ ১০ জুন ২০১৭