আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। এরইমধ্যে কুষ্টিয়া দুই আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন দলের সভাপতি হাসানুল হক ইনু।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বেলা ১১টায় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র কিনতে ভিড় করেন দলের মনোনয়নপ্রত্যাশীরা।
প্রথম দিন সাধারণ সম্পাদক শিরিন আক্তার, কার্যকরী সদস্য রবিউল আলম, ঢাকা-১৪ আসনের জন্য নুরুল আক্তারসহ একাধিক আসনের জাসদ প্রার্থীরা মনোনয় ফরম ক্রয় করেন। ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।
আজকের বাজার/এমএইচ