জাহাঙ্গীর আলম-হাসান উদ্দিন সরকারের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৪ জুলাই) টঙ্গীর আউচপাড়ায় হাসান উদ্দিন সরকারের বাসভবনে  তিনি সাক্ষাৎ করেন।  এসময় দুজন শুভেচ্ছা বিনিময় করেন এবং দুজন দুজনকে মিষ্টিমুখ করান।

এসময় গাজীপুরের উন্নয়নে হাসান উদ্দিন সরকারের সহযোগিতা চান নব নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। বিএনপির পরাজিত প্রার্থীও সকল ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।

আরজেড/