জাহিনটেক্সের ঠিকানা পরিবর্তন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইনফরমেশন এবং শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির নতুন ঠিকানা রুম নং-৮২০, ৮ম ফ্লর, বিএনএস সেন্টার, সেক্টর-৭, উত্তরা ঢাকা।

কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে

সূত্র জানায়, চলতি মাসের ৭ তারিখ থেকে নতুন অফিসে কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।

কোম্পানিটি ২০১৭ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাশ দিয়েছিলো।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪০ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে

রাসেল/