জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ারের রেকর্ড ডেট নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং লিমিটেডের রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ এপ্রিল রাইটেরে রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রাইটের সাবস্ক্রিপশন শুরু হবে ২৯ জুলাই থেকে ( ব্যাংক চলাকালীন সময়ে)।  যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

রাইটের টাকা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের নির্দিষ্ট শাখায় জমা দিতে পারবেন শেয়ারহোল্ডাররা।

গত বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়।

কোম্পানিটি ১ টি সাধারণ শেয়ারের বিপরীতে ১ টি রাইট শেয়ার অর্থাৎ ১:১ অনুপাতে ইস্যু করতে পারবে। ৯ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭০০ টি সাধারণ শেয়ার ১০ টাকা ফেস ভ্যালুতে বাজারে ছাড়ার অনুমোদন পায়।

৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা বাজার থেকে উত্তোলন করে ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধন এবং আংশিক ঋণ প্ররিশোধ করবে কোম্পানিটি। রাইট শেয়ার ডকুমেন্ট (৩০ জুন,২০১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৩৯ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৪ টাকা শূন্য ৭ পয়সা।

এমআর/