‘জায়গা দখল করে মসজিদ বানালে তাতে নামাজ হয় না’

অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে ধর্মকে অপব্যবহার করা হচ্ছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জায়গা দখল করে মসজিদ বানালে তাতে নামাজ হয় না।

মঙ্গলবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আইইউসিএন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

বনমন্ত্রী বলেন, নদীর পাড়ের যেই জায়গার কথা আপনারা বলছেন, এই বিষয়টি আমাদের নজরে আছে। অভিযানের সময় আমি নিজে দেখেছি, লোকজন ধর্মকে ব্যবহার করছে। কারণ জায়গা দখল করে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছে। এর পাশে এমনভাবে মসজিদ বানিয়েছে যে আমার কিছু ভাঙতে হলে মসজিদ ভাঙতে হবে।

তিনি বলেন, ধর্ম সম্পর্কে আমার জ্ঞান কম। কিন্তু এটা জানি যে জায়গা দখল করে মসজিদ বানিয়ে তাতে নামাজ পড়লে কবুল হয় না। কিন্তু আপনি একথা কাকে বুঝাবেন? এগুলা তো অন্যায়। এই কথাগুলো কিন্তু শক্তভাবে আপনাকে বলতে হবে।

আজকের বাজার/এমএইচ