পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত লভ্যাংশ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোম্পানিটি সমাপ্ত হিসাববছরে (৩১ ডিসেম্বর, ২০২০) বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার দেবে।
শেয়ারহোল্ডারদের জন্য এর আগে সাড়ে ৫ শতাংশ নগদ এবং সাড়ে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল জিএসপি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পেয়ে লভ্যাংশে পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।