রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ছবি সংগ্রহ করতে গেলে আন্তর্জাতিক বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) ফটোসাংবাদিক এএম আহাদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ আগস্ট) বিকালে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সাংবাদিককে লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটানো হয়। তার মোবাইল ফোন এবং ক্যামেরা ভেঙে ফেলে হামলাকারীরা।
চিকিৎসকরা জানান, সাংবাদিকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। কয়েকটি সেলাই লাগবে।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজকের বাজার/এমএইচ