মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে জিজ্ঞসাবাদের জন্য র্যাব-২ এর কার্যালয়ে নেওয়া হয়েছে।
বুধবার মধ্য রাতে লোকমানকে তার মণিপুরীপাড়ার বাসা থেকে আটক করে র্যাব। এরপর তাকে র্যাব-২ এর কার্যালয়ে নেওয়া হয়। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকও।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহামেডানে ক্যাসিনোর সন্ধান পাওয়ার পর আটক করা হলো তাকে। বিদেশে টাকা পাচার ও অবৈধ ক্যাসিনোর ব্যবসার সঙ্গে লোকমান হোসেন জড়িত বলে অভিযোগ রয়েছে।
কয়েক দিন আগেই রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ কয়েকটি ক্লাবে অভিযান চালায় পুলিশ।
আজকের বাজার/এমএইচ