চলতি ২০১৮-১৯ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবি আউটলুক ২০১৮ এর আপডেট প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
ভোগ ব্যয় বৃদ্ধি সরকারি বিনিয়োগ বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হবে। যা গত অর্থবছরে অর্জিত হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর রপ্তানির অবস্থা স্থিতিশীল থাকবে, তবে আমদানির গতি ধীর হবে। এ ছাড়া শিল্পখাতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাড়বে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে।
প্রতিবেদনে আরো জানানো হয়, বিশ্ব বাণিজ্যে সুখবর নেই, তারপরও এক্সপোর্ট ও রেমিট্যান্স খাতে অগ্রগতির ধারা স্থিতিশীল থাকবে। বেসরকারি বিনিয়োগও জিডিপি প্রবৃদ্ধিতে ভালো অবদান রাখবে।
প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত ছিলেন এডিবির সিনিয়র ইকোনমিস্ট ছুন চ্যাং হং, এডিবির টিম লিডার অ্যান্ড এক্সটারনাল রিলেশনস গোবিন্দ বার, প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জয়তসানা ভার্মা প্রমুখ।
আজকের বাজার/এমএইচ