জিডিপি ২২ লাখ কোটি টাকা;প্রবৃদ্ধি ৭.৪%

আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য মন্ত্রিসভায় অনুমোদিত বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপি ধরা হয়েছে ২২ লাখ কোটি টাকার বেশি। আর জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য জিডিপি এবং জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল যথাক্রমে ১৯ লাখ ৬১ হাজার ১৭ কোটি টাকা এবং ৭ দশমিক ২ শতাংশ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের বাজেট এটি। একইসঙ্গে সম্পূরক অর্থবিল ২০১৭ এর অনুমোদনও দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে জিডিপির আকার ১ লাখ ৩৮ হাজার কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে জিডিপির আকার ধরা হয়েছিল ১৭ লাখ ১৬ হাজার ৭০০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বেড়ে ১৭ লাখ ৩৯ হাজার ৫৬৭ কোটি টাকা হয়। অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের বাজেটে জিডিপি ২ লাখ ২২ হাজার কোটি টাকার বেশি বাড়ানো হয়েছিল।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭