ভারতের রাজস্থানের মেয়েদের কলেজে যেতে হলে এখন থেকে শাড়ি বা সেলোয়ার-কামিজ পরতে হবে। কোন অবস্থাতেই পরা যাবেনা জিনস, স্কার্টের মতো পোশাক।

এমনই একটি নির্দেশনা দিয়েছে বিজেপি  শাসিত রাজস্থান সরকার। নির্দেশনা দেয়া হয়েছে রাজস্থানের সকল সরকারি এবং বেসরকারি কলেজে। খবর আনন্দবাজারের।

রাজ্যের কমিশনারেট অব কলেজ এডুকেশন জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করতে হবে ড্রেস-কোড।

আর খবরটি ছড়িয়ে পড়েছে ৮ মার্চ, নারী দিবসে।

তবে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোরগোল পড়ে গেছে। প্রতিবাদ জানিয়েছে নারীবাদী সংগঠনের নেতারা।

এছাড়া কংগ্রেস অভিযোগ করে বলেছে, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলোয় শিক্ষার নামে চলছে গৈরিকীকরণ। সম্প্রতি রাজস্থানে স্কুল পড়ুয়াদের মধ্যে যে সাইকেল বিতরণ করা হয়েছে, তার রং তাৎপর্যপূর্ণভাবে গেরুয়া। ক্ষমতায় আসার পরেই মেয়েদের কলেজে ড্রেস কোড চালু করার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সে তালিকায় যুক্ত হল বিজেপি শাসিত রাজস্থানের নামও।

তবে, এসব বিতর্কের পর মুখ খুলেছেন  রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মাহেশ্বরী। তাঁর যুক্তি, কলেজে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর জন্যেই ড্রেস-কোড চালু করা হয়েছে। নারীদের পোশাক স্বাধীনতা হরণের প্রশ্নই ওঠে না।

আরএম/