গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে মা-মেয়েকে ধর্ষণ করেছে কথিত জিনের বাদশা। জামালপুর জেলা থেকে তাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডেকে এনে ধর্ষণ করে তারা। এ ঘটনায় জিনের বাদশা চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার মা।
শনিবার (১২ মে) গভীর রাতে অজ্ঞাত পরিচয় ৬-৭ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন তিনি। ঘটনায় জড়িত সন্দেহে সাদা মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
এর আগে, শুক্রবার (১১ মে) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর বালু চরের নির্জন এলাকায় তাদের ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই মা জানান, জিনের বাদশা পরিচয় দিয়ে গুপ্তধন দেওয়ার কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। এছাড়া তাদের ডেকে এনে কাছে থাকা স্বর্ণলংকার ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে নদীর চরে নিয়ে গিয়ে তাকে ও তার সাথে থাকা মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে চক্রের সদস্যরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হলে ধর্ষণের শিকার মা ও মেয়ের ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন আসামি সাদাকে আটক করা হয়েছে। এছাড়া মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রাসেল/