পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের নিট মুনাফা বেড়েছে। এ মুনাফা অর্জনে কোম্পানির পরিচালনাগত আয় থেকে অধিক ভূমিকা রেখেছে এফডিআর হিসেবে রক্ষিত ব্যাংক সুদ। নিট মুনাফার ৬০ শতাংশই এসেছে এখান থেকে। কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা যায়, প্রকৌশল খাতের এ কোম্পানিটি সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরের কর ও সঞ্চিতি পরবর্তী মুনাফার পরিমাণ ৫৭ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে অ-পরিচলন আয় ছিল ২০ কোটি ৯ লাখ টাকা। এতে এফডিআরের জমার সুদ ১৩ কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৩৪৮ টাকা, দ্রুত নোটিশে উত্তোলিতযোগ্য জমার সুদ তিন কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৩২১ কোটি টাকা এবং অন্যান্য আয় ছিল তিন কোটি ২৯ লাখ ৯ হাজার ৭৩ টাকা।
এদিকে ২০১৫-১৬ অর্থবছরের মোট অ-পরিচালন আয় ছিল শুধু পাঁচ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে এফডিআরের জমার সুদ দুই কোটি ৩৫ লাখ টাকা এবং অন্যান্য আয় ছিল তিন কোটি ৩২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির অ-পরিচালন আয় বেড়েছে ১৪ কোটি ৭৪ লাখ টাকা।
আজকের বাজার:এসএস/১৮ডিসেম্বর ২০১৭