ষষ্ঠ জিপিএইচ গলফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন ডা. মুবিনুল আলম। গতকাল শুক্রবার ভাটিয়ারি গলফ অ্যান্ট কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে রানার আপ হয়েছেন আজম খাঁন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার। দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, জিপিএইচ ইস্পাত বর্তমানে বিনিয়োগের পাশাপাশি ক্রীড়া ও সিএসআর ক্ষেত্রেও প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নে জিপিএইচ এখন সরকারের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। জিপিএইচ প্রাইমেটালস টেকনলোজি অব অস্ট্রিয়া জিএমবিএইচর সঙ্গে স্টেট অব দ্য আর্ট টেকনলোজির মাধ্যমে ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি, গ্যাস, বিদ্যুৎ, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী আমদানি বিকল্প মহা প্রকল্পের কাজ শুরু করেছে।
পুরস্কার অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল মো. তৌফিকুল ইসলাম (অব.)। টুর্নামেন্টে মোট ১৩৩ জন দেশি-বিদেশি গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে সেকেন্ড ও থার্ড রানার আপ হয়েছেন যথাক্রমে মমতাজ উদ্দিন আহম্মেদ এবং লে. কর্নেল যাহিদুল ইসলাম।
এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বেষ্ট গ্রস- মঈনুল ইসলাম সোহান; সেকেন্ড বেষ্ট গ্রস- আহনাফ খাঁন; লেডিস উইনার- ওবাইদা সাঈদ; সিনিয়র উইনার- এস জে নিজাম; নাইন হোল উইনার (ফ্রন্ট)- কর্নেল মোহাম্মদ মামুন; নাইন হোল উইনার বেক- ক্যাপ্টেন ডব্লিউ এইচ কুতুবুদ্দিন; জুনিয়র উইনার- মাষ্টার ইয়াসরিব; বেস্ট ফ্রন্ট নাইন লে. কর্নেল মো. মাকসুদুল হক; বেস্ট বেক নাইন- মেজর ফয়সাল পাশা; লঙ্গেস্ট ড্রাইভ- আহনাফ খাঁন; নিয়ারেষ্ট টু পিন- কর্নেল লুৎফুল কবির ভুঁইয়া।