বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা দাবির প্রায় ১২ হাজার ৫৮০ কোটির টাকার মধ্যে গ্রামীণফোনকে (জিপি) তিন মাসের দুই হাজার কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জিপির আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এতে আরও বলা হয়, গ্রামীণফোন যদি এই অর্থ পরিশোধে ব্যর্থ হয় তবে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে।