রেকর্ড ডেটের কারণে আজ বৃহস্পতিবার বন্ধ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার লেনদেন। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ার লেনদেন চালু হবে আগামী রোববার।
অন্যদিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্সুরেন্স লিমিটেড রোববার লেনদেন বন্ধ রাখবে বলে জানা গেছে ডিএসই সূত্রে।
ওইদিন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
তবে সোমবার থেকে আবার স্বাভাবিক নিয়মে চলবে কোম্পানিটির লেনদেন।
আজকের বাজার/এ.এ