জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
শুক্রবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমারসন এমনানগাগওয়া অফিসিয়াল টুইটারে মুগাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং তাকে ‘মুক্তির প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে শোক প্রকাশ করেন।
২০১৭ সালে সামরিক অভ্যুত্থানের পর জিম্বাবুয়ের দীর্ঘদিনের নেতা মুগাবে পদত্যাগ করতে বাধ্য হন।
সাবেক গেরিলা প্রধান মুগাবে ১৯৮০ সালে সাদা সংখ্যালঘু শাসনের অবসানের পর ক্ষমতা গ্রহণ করেন। দুই মেয়াদে প্রায় ৩৭ বছর জিম্বাবুয়ে শাসন করেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুই পদেই দায়িত্ব পালন করেছেন আলোচিত এ নেতা।