বল হাতে ৪টি উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার। ১০ ওভারে রান খরচ করেছেন মাত্র ৩২টি। কিন্তু তার কৃতিত্ব শুধু এটুকুই নয়। বিশ্ব ক্রিকেটে তিনি যে একজন জাত অধিনায়ক তার প্রমাণ রেখেছেন শুরু থেকেই। কার্যকরী সব বোলিং পরিবর্তন ও ফিল্ডিং সাজানো। মূলত জিম্বাবুয়ের অধিনায়কের হাতেই ধসে পরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দেশের সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরির পরও টাইগারদের ইনিংস থেমেছে ৯ উইকেটে ২১৬ রানে। অথচ তামিম-সাকিব যখন ব্যাট করছিলেন তখন আড়াইশ রানও খুব কম মনে হচ্ছিলো।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছিলো বাংলাদেশই। ব্যাটিংই বেছে নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা। দলীয় ৬ রানেই বিদায় নেন এনামুল হক বিজয় (১)। এরপর দলের হাল ধরেন দেশের সেরা দুই তারকা তামিম ও সাকিব। এ দুই ব্যাটসম্যানদের ব্যাটে বেশ বড় সংগ্রহই দেখছিল টাইগাররা। জুটিও হয় ১০৬ রানের। কিন্তু এ জুটি ভাঙার পরই সব ‘বুমেরাং’।
সাকিব ও তামিম দুই জনই বিদায় নিয়েছেন স্টাম্পিংয়ের ফাঁদে পরে। পার্থক্য, সাকিব আউট হয়েছেন সিকান্দার রাজার বলে। আর ক্রেমারের বলে তামিম। তবে দুই জনই পেয়েছেন ফিফটি। ব্যক্তিগত মাইলফলকও পূরণ করেছেন। কিন্তু ইনিংস লম্বা না করতে পারার খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলকে। ৭৬ রানের ইনিংসে তামিম এদিন এক ভেন্যুতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটা নিজের করে নিয়েছেন। পেছনে ফেলেছেন লঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়াকে। শুধু তাই নয় এদিন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৬ হাজারী ক্লাবেও যোগ দেন এ ওপেনার। সাকিব করেন ৫১ রান।
সেট হয়ে আউট হয়েছেন মুশফিকুর রহীমও। ব্যক্তিগত ১৮ রানে প্রিয় শট স্লগ সুইপ খেলতে গিয়ে টপ এজ হয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে এদিন নিজেকে প্রমাণ করার বড় সুযোগ ছিলো নাসির হোসেনের (২) সামনে। একই সুযোগ ছিলো সাব্বির রহমানেরও (৬)। তবে মিস করেছেন দুই জনই। সাব্বির অবশ্য ক্রেইগ আরভিনের দুর্দান্ত ক্যাচের বলি হয়েছেন। তবে নাসির হয়েছেন জায়গায় দাঁড়িয়ে বল খোঁচা মেরে। তার আগে মাহমুদউল্লাহ আউট ২ রান করে।
১৭০ রানে ৮ উইকেট হারানোর পর মনে হচ্ছিল দুইশ রানের আগেই অল আউট হবে বাংলাদেশ। তবে লেজের জোরে আসলে লড়ার মতো সংগ্রহটা আসে। সানজামুল ইসলাম আর মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে মান রক্ষা হয় টাইগারদের। দুইশর কোটা পার করে বাংলাদেশ। ১৯ রান করেন সানজামুল আর মোস্তাফিজ করেন অপরাজিত ১৮ রান। আর শেষ দিকে দারুণ ১টি ছক্কায় দর্শকদের বিনোদন দেন রুবেল হোসেন। ৮ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ২১৬ রানের। ২১৬ রানের টার্গেটে জিম্বাবুই এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুই ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ২০ রান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২১৬/৯ (তামিম ৭৬, এনামুল ১, সাকিব ৫১, মুশফিক ১৮, মাহমুদউল্লাহ ২, সাব্বির ৬, নাসির ২, মাশরাফি ০, সানজামুল ১৯, মোস্তাফিজ১৮*, রুবেল ৮*; জারভিস ৩/৪২, চাতারা ১/৩৩, মুজারাবানি ০/৩৬, রাজা ১/৩৯, ক্রেমার ৪/৩২, ওয়ালার ৭/৩২)
আজকের বাজার: সালি / ২৩ জানুয়ারি ২০১৮