আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীর ছক্কার বন্যায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে গেছে জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার দলকে ২৮ রানে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে রশিদ খান বাহিনী।
শনিবার মিরপুরের শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীর বিস্ফোরক ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ১৯৮ রানের পাহাড়সম লক্ষ্য দেয় আফগানিস্তান। জারদান-নবীর ৬১ বলে ১০৭ রানের জুটি টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দ্রুত রানের পার্টনারশিপ। নিজেদের ইনিংসে ১৫টি ছক্কা মেরেছে আফগানরা, যা মিরপুরের শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সর্বাধিক ছক্কার রেকর্ড।
জিম্বাবুয়ের হয়ে উইলিয়ামস ও চাতারা দুটি করে এবং এনলাবু একটি উইকেট পান।
বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যর্থ হন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। রেগিস চাকাভা (৪২) ছাড়া কেউই বড় স্কোর করতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।
আফগানদের হয়ে দুটি করে উইকেট শিকার করেন অধিনায়ক রশিদ খান ও ফরিদ আহমেদ।
রবিবার সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আরেকবার স্বাগতিকদের প্রতিপক্ষ হবে জিম্বাবুয়ে।
আজকের বাজার/এমএইচ