জিম্বাবুয়েতে সোমবার (৩০ জুলাই) সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দেশটির সাবেক একনায়ক শাসক রবার্ট মুগাবের পদত্যাগের পর এই প্রথম ভোট অনুষ্ঠিত হচ্ছে। খবর এএফপি’র।
ভোটাররা সকাল থেকে দেশটির পরবর্তী নেতা নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে।
হারারের কম আয়ের জেলা এমবারে দেশটির একজন বেকার নাগরিক তাওয়ানডা পেটরো (২৮) ভোট দিতে এসে ভোট কেন্দ্রে বার্তা সংস্থাকে বলেন, আমি আমার সন্তানের জন্য একটি ভালো দেশ রেখে যাবার জন্য ভোট দিতে এসেছি।
আজকের বাজার/একেএ