জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে এক বাস দুর্ঘটনায় দুই শিশুসহ ৪৭ জন নিহত হয়েছেন।
বুধবার রাজধানী হারারে এবং পূর্বাঞ্চলীয় রুসাপা শহরের মধ্যবর্তী এক হাইওয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কারণে ওই দুর্ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।
স্থানীয় পুলিশ মুখপাত্র পল নিয়াথি জানান, হারারে-মুতারে মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই একটি বাস রাজধানী রাজধানী হারারে ছেড়ে রুসাপে শহরের দিকে যাচ্ছিলো। অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস এর গায়ে ধাক্কা খায় এবং দুর্ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় ৪৭ জন প্রাণ হারিয়েছে। তবে মাত্র ৩০ জনের মরদেহ সনাক্ত করা সম্ভব হয়েছে। মরদেহগুলো বাজেভাবে থেতলে যাওয়ায় বাকিদের সনাক্ত করা সম্ভব হয়নি না। জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনা কোনো নতুন বিষয় নয়। রাস্তাটের বেহাল দশার কারণে প্রায়ই সেখানে এ জাতীয় দুর্ঘটনা হয়ে থাকে। গত জুনে এক বাস দুর্ঘটনায় ৪৩ জন নিহত হয়েছিলেন। তথ্যসূত্র-দ্য গার্ডিয়ান
আজকের বাজার/এমএইচ