জিম্বাবুয়েতে ইস্টার উৎসবের সমাবেশে যোগ দিতে গির্জা অভিমুখী যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৩৫ জন মারা গেছে এবং ৭১ জন আহত হয়েছে। পুলিশ শুক্রবার জানিয়েছে, বাসটিতে স্থানীয় জিওন খ্রিস্টান চার্চের সদস্যরা দক্ষিণপূর্ব চিপিঙ্গ শহরে উৎসবে যোগ দিতে যাচ্ছিল। খবর এএফপি’র।
পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার পল নিয়াথি এএফপিকে বলেন, গত রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৫ ও আহতের সংখ্যা ৭১ জন। তিনি বলেন, বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিলো। জিম্বাবুয়েতে বাসগুলোতে সাধারণত ৬০ থেকে ৭৫ জন যাত্রী ধারণের ক্ষমতা থাকে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান