আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তুলেছিল বিসিবি একাদশ।
১৪৩ রান তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখে জিতেছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪৪ বলে ৫৭।
অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা করেন ২৩ বলে ৩১। আর শেষ দিকে ২৮ বলে অপরাজিত ৪৬ রানের ঝড়ো ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন টিমিকেন মারুমা।
ব্যাট হাতে দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল গড়পড়তা। বোলিংয়ে বোলাররাও রীতিমতো ব্যর্থ।
আফিফই শুদু ভালো বলিং করেছেন, ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। সাইফউদ্দিন ৩ ওভারে ২০ রান দিলেও কোনো উইকেট পাননি। আর যথাক্রমে ২ ওভার ও ১ ওভার বল করে গড়ে ১০-এর ওপরে রান দিয়েছেন ইয়াসিন আরাফাত ও আরিফুল হক। বাকি দুই বলার আমিনুল ইসলাম ও শরিফুল হক ওভারপ্রতি গড়ে ৯-এর ওপরে রান দিয়েছেন।
বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস এসেছে সাব্বিরের ব্যাট থেকে। এ জন্য ৩১ বল খেলেছেন তিনি। মুশফিকের সংগ্রহ ২৬ বলে ২৬। ১৪ বলে ২৩ রান করে ১৬০-এর ওপরে স্ট্রাইক রেট ধরে রেখেছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম।
অধিনায়ক সাইফের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩১। বিসিবি একাদশের কোনো ব্যাটসম্যানই ঝোড়ো গতির বড় কোনো জুটি গড়তে পারেননি। কিন্তু জিম্বাবুয়ে এ কাজটা ভালোই পেরেছে। ৮.১ ওভারের মধ্যে ৬৬ রানে ৩ উইকেট হারানোর পর ৫৪ বলে ৭৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন টেলর-মারুমা জুটি।
পরশু জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের অপর দল আফগানিস্তান।
আজকের বাজার/লুৎফর রহমান