জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড পরিচালনার দায়িত্ব পেলেন মাসাকাদজা

এ মাসেই হারানো আইসিসির সদস্য পদ আবার ফিরে পেয়েছে জিম্বাবুয়ে। এবার জিম্বাবুয়ের ক্রিকেট সমর্থকদের জন্য মিলেছে আরও বড় আনন্দের খবর। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পেলেন কিছুদিন আগেই বাংলাদেশে অবসরে যাওয়া অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বেশ কয়েক বছর ধরেই বিতর্কের মুখে। এর কারণ হিসেবে আগের কর্মকর্তাদের কর্মকাণ্ডকে দায়ী করে আসছিলো দেশটির গণমাধ্যমগুলো। এবার সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার হাত ধরে আবার সুদিন ফিরে পাবে জিম্বাবুয়ে ক্রিকেট। আগামী শুক্রবার জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালকের দায়িত্ব নিবেন মাসাকদজা।

গত সেপ্টেম্বরে বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ১৮ বছরের ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ৩১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাসাকাদজা।

জিম্বাবুয়ে সরকারের স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিটি (এসআরসি) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনিকে বহিষ্কার করেছিল এ বছরের জুনে। একই সাথে বোর্ডে অন্যান্য পদে কর্মরত সব সদস্যকেও সরিয়ে দিয়েছিল এসআরসি। এরপর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে বসেন তাভেঙ্গওয়া মুকুহলানি।

চলতি বছরের জুলাই মাসে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়েছিল। তখন অভিযোগ ছিল দেশটির সরকার ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ করেছেন। আইসিসির নির্দেশ অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠন করায় তাদের সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।