সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছে নাইজেরিয়া। সম্প্রতি আইসিসি কর্তৃক জিম্বাবুয়ে ক্রিকেটকে সাময়িক নিষিদ্ধ করায় নাইজেরিয়ার ভাগ্য খুলে গেছে। আফ্রিকান বাছাইপর্বে নাইজেরিয়া তৃতীয় হয়েছিল। টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে এখন ১৩টি দল অংশ নিবে বলে আইসিসি নিশ্চিত করেছে। টুর্নামেন্টে কেনিয়া ও নামিবিয়ার পাশাপাশি আফ্রিকা থেকে তৃতীয় দল হিসেবে নাইজেরিয়া অংশ নিবে।
এছাড়া টুর্ণামেন্টের অন্য দলগুলো হলো স্বাগতিক আরব আমিরাত, হংকং, আয়ারল্যান্ড, জার্সি, কেনিয়া, নামিবিয়া, নেদারল্যান্ড, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের ফাইনালে উন্নীত হওয়া দুই দল।
নারীদের বিভাগে জিম্বাবুয়ের পরিবর্তে সুযোগ পেয়েছে নামিবিয়া। স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে অন্যান্য দলগুলো হলো স্বাগতিক স্কটল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দুটি দল। বাছাইপর্ব থেকে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বে দুটি দল অংশগ্রহণ করবে।
আজকের বাজার/লুৎফর রহমান