ত্রিদেশীয় টি২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।
পরেরদিন ১৪ সেপ্টেম্বর আফগানিস্তান-জিম্বাবুয়ে (ঢাকা), ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান (ঢাকা), ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে (চট্টগ্রাম), ২০ সেপ্টেম্বর আফগানিস্তান-জিম্বাবুয়ে (চট্টগ্রাম), ২১ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান (চট্টগ্রাম) এবং ২৪ সেপ্টেম্বর ঢাকায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঘরের মাঠে আসন্ন ত্রিদেশীয় টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গত সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে নতুন মুখ পেসার ইয়াসিন আরাফাত। অন্য সদস্যরা হলেন-সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোসাদ্দেক সৈকত, তাইজুল ইসলাম, শেখ মেহেদী, আফিফ হোসেন এবং মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপ থেকেই বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কায় গিয়ে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও বাজেভাবে হেরেছে সাকিব আল হাসানের দল।
এদিকে গতকাল ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিম-সাব্বির রহমান-সাইফ উদ্দিন-আফিফ হোসেন- ইয়াসিন আরাফাতকে নিয়ে গড়া বিসিবি একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
আজকের বাজার/লুৎফর রহমান