জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১টি জয় বেশি বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে ৯ বার জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে টাইগাররা। এরমধ্যে পাঁচবার জিতেছে বাংলাদেশ। চারবার জয় পায় জিম্বাবুয়ে।

২০০৬ সালে প্রথম টি-২০ ফরম্যাটে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। দেশের মাটিতে এক ম্যাচের ঐ সিরিজটি জিতে বাংলাদেশ। এরপর ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়ে ১-১ সমতায় শেষ করে টাইগাররা।

২০১৫ সালে দ্বিতীয়বারের মত বাংলাদেশের মাটিতে টি-২০ সিরিজ খেলে জিম্বাবুয়ে। দুই ম্যাচের ঐ সিরিজটিও ১-১ সমতায় শেষ হয়। পরের বছর আবারো বাংলাদেশে এসে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে জিম্বাবুয়ে।

তাই ম্যাচ জয়ের ক্ষেত্রে ও সিরিজ বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে বাংলাদেশই।

আজকের বাজার/লুৎফর রহমান