নাজমুল হোসেন শান্তর পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে শক্ত অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। সোমবার তৃতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের নবম টেস্ট শতক এবং অধিনায়ক হিসেবে প্রথম শতক তুলে নেন মুমিনুল। তার আগে মুশফিকও পূর্ণ করেন অর্ধ্বশত রানের মাইলফলক। জিম্বাবুয়ের সংগ্রহ থেকে মাত্র ২৫ রান দূরে থেকে আজ ৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করার আগে মুমিনুল ৭৯ রান ও মুশফিক ৩২ রানে অপরাজিত ছিলেন।
দিনের প্রথম ঘণ্টা শেষে পানি পানের বিরতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে অর্থাৎ ওই ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩০৩ রান। মুমিনুল ১০৩ রানে এবং মুশফিকুর ৭০ রানে অপরাজিত রয়েছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান