জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের স্পন্সর ‘আকাশ’

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর নেই। দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তবে নির্দিষ্ট সময়ে সাড়া দেয়নি কোনো প্রতিষ্ঠান।

তবে সামনের জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে স্বল্পকালীন স্পন্সর পেয়েছে বিসিবি। এই সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে আকাশ ডিটিএইচ। ২২ ফেব্রুয়ারি ঢাকা টেস্ট দিয়ে শুরু হতে যাচ্ছে এ সিরিজ।

চুক্তি অনুযায়ী, জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে শোভা পাবে স্পন্সর প্রতিষ্ঠানটির লোগো। এক টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে এ সিরিজে। গতকাল বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিপিএলের সপ্তম আসরের টাইটেল স্পন্সরও ছিল আকাশ ডিটিএইচ। আর গত ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল ইউনিলিভার (লাইফবয়)।