ইসরাইল এবং হামাসের মধ্যে বন্দী বিনিময় চুক্তির আওতায় ইসরাইলের কারা কর্তৃপক্ষ ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। এরআগে গাজা উপত্যকা থেকে হামাস ১৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়। রোববার ভোরে ইসরাইল এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
টেলিভিশনে পরিবেশিত ভিডিও ফুটেজে পূর্ব জেরুজালে মুক্তি পাওয়া এসব বন্দীকে স্বাগত জানাতে দেখা যায়। মুক্তি পাওয়া ইসরাইলি নাগরিকদের মধ্যে ৩৮ বছর বয়সী ইসরা জাবিস ছিলেন সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি। ২০১৫ সালে একটি চেকপয়েন্টে তার গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা আহত হওয়ায় তিনি দোষী সাব্যস্ত হন এবং তার ১১ বছরের কারাদন্ড হয়। (বাসস ডেস্ক)