রাজধানীর জিরো পয়েন্টে খাজা বাবা পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ আগস্ট) বিকেলে ঢাকা জিপিওর সামনে জিরো পয়েন্ট মোড়ে ইম্পেরিয়াল হোটেলের পাশে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে চেক লুঙ্গি, হাফ হাতা শার্ট ও কোমরে লাল গামছা ছিল।
পুলিশের পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার/এমএইচ