জিসিসি নির্বাচনের ভোটগ্রহণের উপকরণ বিতরণ শুরু

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্ত্ততি শেষে ভোটগ্রহণের উপকরণও বিতরণ শুরু করেছে কমিশন।

সোমবার (২৫ জুন) দুপুর থেকে উপকরণগুলো বিতরণ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল।

তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনের মালামাল সিটির পাঁচটি ভেন্যু থেকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও পুলিশ ফোর্স কেন্দ্রভিত্তিক মালামাল নিয়ে আজকে পৌঁছবে। ভেন্যুগুলো হলো- সিটি করপোরেশন এলাকার বঙ্গতাজ অডিটোরিয়াম, ডুয়েট, কোনাবাড়ি ডিগ্রি কলেজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও টঙ্গী সরকারি কলেজ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি অত্যন্ত ভালো। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১২/১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন আছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে ৫৭ ওয়ার্ডে ৫৭ জন নিজস্ব আবজারভার (পর্যবেক্ষক) দিয়েছে।

তিনি আরও বলেন, আমি মনে করি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে আমরা বলেছি, তারা নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট কাস্ট শেষে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে।

আজকের বাজার/ এমএইচ