আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের এলাকায় প্রার্থীশূন্য হয়ে পড়েছে বিএনপি।
শাজাহানপুর ও গাবতলী উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলটির তিন প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই আসন থেকে নির্বাচনে লড়তে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন খালেদা জিয়া, মোর্শেদ মিল্টন ও সরকার বাদল।
রবিবার বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘মোর্শেদ মিল্টন ও সরকার বাদল দুজনই উপজেলা চেয়ারম্যানের মতো লাভজনক পদে রয়েছেন বিধায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হলো।’
এসময় মিল্টন বলেন, ‘পদত্যাগ পত্র জমা দিয়েছি।’ তখন রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘পদত্যাগপত্র গৃহিত হয়নি।’ আর দুর্নীতির মামলায় সাজা হওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর ফলে এ আসনে বিএনপির কোনো প্রার্থীই রইল না।
প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ