জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত ফের বাড়িয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খালেদার আইনজীবী ব্যারিস্টার কাওসার কামাল বলেন, জামিদ মেয়াদ বৃদ্ধির জন্য তাদের করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ১৫ অক্টোবর পর্যন্ত খালেদা জিয়ার জামিন বাড়িয়েছে।

এছাড়া দুর্নীতি মামলায় নিম্ন আদালতের দেয়া খালেদার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন দায়ের করা রিভিউ আবেদনের শুনানি রবিবার পর্যন্ত মুলতবি করেছে আদালত।

এর আগে, গত ৮ অক্টোবর ওই মামলায় খালেদা জিয়ার জামিন ১১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে হাইকোর্ট।

গত ৩ অক্টোবর একই মামলায় খালেদার জামিন ৮ অক্টোবর পর্যন্ত বাড়ায় হাইকোর্ট বেঞ্চ।

গত ৫ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের চার মাসের জামিন বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন করা হয়।

গত ১২ মার্চ হাইকোর্ট খালেদা জিয়াকে ১২ জুলাই পর্যন্ত চার মাসের জামিন মঞ্জুর করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত।

আজকের বাজার/এমএইচ