জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
গত বুধবার এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল।অসুস্থতার কারণে ওইদিন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি।পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে আজ সকাল ১০ টায় বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে আদালতে এ কার্যক্রমে বেগম জিয়াকে হাজির করা হবে কিনা তা এখনো পরিষ্কার করেননি সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় বেগম জিয়াকে। এরপর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন।
আজকের বাজার/আরজেড