জেনারেল জিয়াউর রহমান, তার স্ত্রী খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমান বঙ্গবন্ধু ও ৭১-এর খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতা বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা, জঙ্গি, সন্ত্রাস ও মানুষ পোড়ানোর ঘটনাসহ দেশে যেসব দুস্কর্মের ঘটনা ঘটেছে সেসবের সাথে তারাই জড়িত।
শনিবার (১৮ আগস্ট) কুষ্টিয়ার মিরপুর উপজেলা মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।
জাসদ সভাপতি বলেন, জিয়া, খালেদা ও তারেক যে ভয়াবহ দুস্কর্মের সাথে জড়িত তা অস্বীকার করার উপায় নেই। তারপরও যারা অস্বীকার করেন তারা কার্যত জিয়া, খালেদা, তারেক ও বিএনপির দুস্কর্মকে গণতন্ত্রের ধুয়া তুলে আড়াল করতে চান।
এসময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল, পৌর মেয়র এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ