জি টি-টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের সহ-অধিনায়ক লিটন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি(জি-টি-২০) টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের সহ-অধিনায়ক হয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন দাস।

সারে জাগুয়ার্সের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের ইফতিখার আহমেদকে। লিটন ও ইফতিখার ছাড়াও সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস, বেন কাটিং, মোহাম্মদ হারিস, সন্দীপ লামিচানরা।
ইতোমধ্যে টরন্টোতে দলের সাথে যোগ দিয়েছেন লিটন এবং সতীর্থদের সাথে অনুশীলনও শুরু করেছেন তিনি।

আগামীকাল মন্ট্র্রিল টাইগার্সের মুখোমুখি হবে সারে জাগুয়ার্স। বাংলাদেশের সাকিব আল হাসানকে দলে নিয়ে উজ্জীবিত মন্ট্র্রিল টাইগার্স। মন্ট্র্রিল টাইগার্সের আইকন খেলোয়াড় অলরাউন্ডার সাকিব। (বাসস)