জি ফাইভে প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’

বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ মুক্তি দিতে যাচ্ছে।

আগামী ৯ নভেম্বর থেকে জি- ফাইভের গ্রাহক-দর্শকরা ডার্ক কমেডি থ্রিলার ধাঁচের এ চলচ্চিত্র দেখতে পাবেন।

তবে এটি ছাড়াও বাংলাদেশে তৈরি আরও তিনটি ওয়েব ফিল্ম ও সিরিজ শিগগিরই নিয়ে আসবে এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

জি-ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ মঙ্গলবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অভিনয় শিল্লী জিয়াউল হক অপূর্ব, নুসরাত ফারিয়া, আফরান নিশো, বিদ্যা সিনহা মিম, আরিফিন শুভসহ অনেকে।

এছাড়াও অংশগ্রহণ করেন এশিয়াটিক থ্রি-সিক্সটি-এর ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে ‘মাইনকার চিপায়’ ফিল্মের ট্রেইলার প্রদর্শিত হয়।

‘মাইনকার চিপায়’ পরিচালনা করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও প্রশংসিত চলচ্চিত্রকার আবরার আতহার। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মত একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তিন তারকা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।

টানটান উত্তেজনার এই থ্রিলারটিতে একটি গাড়িতে ধরা পড়া একজন পুলিশ কর্মকর্তা, একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকাসক্ত চরিত্রকে দেখা যাবে।

পরিচালক আবরার আতহার বলেন, ‘জি-ফাইভের প্রথম বাংলাদেশি কনন্টেন্ট তৈরি করতে পেরে আমরা অনেক আনন্দিত। ছবিটি রেকর্ড স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। এর চিত্রনাট্য এমনভাবে লেখা হয়েছে যেখানে বড় কলাকুশলী বা ভারি যন্ত্রপাতির প্রয়োজন পড়েনি। এটা ক্রাইম থ্রিলার কমেডি। আশা করি, এটা নির্মাণের সময় আমরা যেমন মজা পেয়েছি দর্শকরাও তেমন আনন্দ পাবে।’