‘বিসর্জন’ ছবির জন্য ভারতে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পেয়েছেন জয়া আহসান। ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে সেরা ছবির পুরস্কার আর সেরা অভিনেত্রী হয়েছেন জয়া। সম্প্রতি মুম্বাইয়ো বিকে গ্রাউন্ডসে জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।
সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করার পর জয়া বলেন, ‘এটি খুব সম্মানজনক একটি পুরস্কার। আমি এই পুরস্কার পেয়ে অভিভূত। ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলির কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি এই ছবির টিম মেম্বারদের ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দর্শকদের আরও ভালো কাজ উপহার দিতে পারি। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।’
সম্প্রতি কলকাতার এক জনপ্রিয় অনলাইনের জরিপে ২০১৭ সালের ‘সেরা ১০ টালিউড অভিনেত্রী’র তালিকায়ও শীর্ষে অবস্থান করছেন জয়া আহসান। এ বছর তাঁর অভিনীত ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ধারাবাহিকভাবে আছেন সোহিনী সরকার, মিমি চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাংগুলী, রুকিমণী মিত্র, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, কোয়েল মল্লিক ও নুসরাত জাহান।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটি অবশ্যই সম্মানের। বিসর্জন ছবিকে কলকাতায় আমার ক্যারিয়ারের একটি মোড় বলা যায়। ভক্তদের কাছে কৃতজ্ঞ। তাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় এত দূর আসতে পেরেছি।’
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮