আগামী বছর জি সেভেন শীর্ষ সম্মেলন, ফ্লোরিডায় ডোনাল ট্রাম্প তাঁর নিজস্ব গল্ফ খেলার রিসোর্টে আয়োজন করার বিষয়ে তার মত পরিবর্তন করেছেন। ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বলা হযেছে মত পরিবর্তনের কারণ প্রেসিডেন্টের রিপাবলিকান মিত্ররা মনে করেন যে এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত।
শনিবার ট্রাম্প টুইট করে বলেন যে তিনি তার পরিকল্পনা পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি যখন তার রিসোর্টে শীর্ষ বৈঠক করবেন বলে ঘোষণা করেন, তার কথায় “বৈরী বার্তা মাধ্যম এবং তাদের ডেমোক্রাট শরিকরা পাগল হয়ে যান।”
কিন্তু ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বলা হযেছে ট্রাম্প জি সেভেন পরিকল্পনার বিষয়ে মত পাল্টান যখন কংগ্রেসে তাঁর বহু সমর্থক বলেন যে প্রেসিডেন্টের অনুচিত কার্যকলাপ তারা সমর্থন করতে পারছেন না।
আজকের বাজার/লুৎফর রহমান